ফল দিয়ে ঘরোয়া ফেসিয়াল

ডুমুর :

কিছু ডুমুর ভালোভাবে পেস্ট করে তাতে  আখরোটের  পেস্ট এবং দুধ মিশিয়ে . মুখে প্রায় ১৫ মিনিট ক্রিম এর মতো লাগিয়ে  রাখতে হবে.তারপর ফ্রেশ দুধ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে.


আপেল :
১ টি আপেল সিদ্ধ করে তার পেস্ট বানিয়ে তাতে ১ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।  ১০ মিনিট পর ধুয়ে ফেলা. এতে স্কিন নরম হবে.

আভাকাডো :
ব্লেন্ডার অ আভাকাডোর পেস্ট বানিয়ে তাতে ১ চা চামচ ফ্রেশ ক্রিম এন্ড সামান্য মধুর ফোটা দিয়ে পাক বানিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখা. হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলা. 

ডালিম:
১ টা ডালিম এর বীজ শীল নোরা তে থেতো করে , এই মিশ্রনে ২ টেবিল চামচ আমান্ড পাউডার  এবং ২ টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে মিশ্রণ টি পুরো মুখে গুড়িয়ে গুড়িয়ে ঘষা. প্রথমে দুধ তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলা. 







স্ট্রবেরি :
স্ত্রাবেবের্রী পেস্ট এবং দই ভালো করে মিক্স করে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখা. হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলা. 

কলা:
মধু ও কলা পেস্ট করে তাতে ১ চা চামচ ওটমিল মিক্স করা. ১৫ মিনিট পর অল্প দুধ দিয়ে মুখ ধুয়ে ফেলা.


পেঁপে:
পেঁপে পেস্ট এ ২ চা চামচ আনারস এর জুস, ১ চা চামচ গ্ল্য্সেরিন , ১ চা চামচ মিল্ক পাউডার  মিশিয়ে  ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখা. 

আরও টিপস এর জন্য আমাকে ফলো করো 
অথবা
ফেইসবুক লাইক করো https://www.facebook.com/Beauty-Tips-by-Silvia-266593073412308/?ref=hl




Comments

Popular Posts